আলমাস হোসাইন, ঢাকা জেলা প্রতিনিধি:
সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করেছে জাতীয় নাগরিক পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুবশক্তি।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদনের পর এক মিনিট নীরবতা পালন করা হয়।
সংবাদমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় আহ্বায়ক তারিকুল ইসলাম বলেন, “যুবশক্তি কখনো অন্য দলের যুব সংগঠনের মতো ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হবে না। দেশের চালিকাশক্তি তরুণ সমাজকে গঠনমূলক কাজে সম্পৃক্ত করাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, “জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন বাধাগ্রস্ত করতে একটি মহল সক্রিয় রয়েছে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই যেন অতিসত্বর ঘোষণাপত্রটি প্রকাশ করা হয়। যুবশক্তি এই দাবিতে রাজপথে কর্মসূচি চালিয়ে যাবে।”
মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল বলেন, “দেশের বিশাল যুব জনশক্তিকে রাষ্ট্র ও সমাজ গঠনে কাজে লাগিয়ে একটি ভিন্ন মাত্রার শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চায় জাতীয় যুবশক্তি।”
সিনিয়র যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরণ্য চৌধুরী বলেন, “রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাবে জাতীয় যুবশক্তি।”
অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।