সুনামগঞ্জে ভারত থেকে অবৈধভাবে আমদানি করা প্রায় দুই কোটি টাকার শাড়ি, জিরা ও প্রসাধনসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার ভোররাতে সদর উপজেলার সুরমা নদীর হালুয়ারঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের একটি টাস্কফোর্স হালুয়ারঘাট এলাকায় অভিযান চালায়। ভারত থেকে আসা একটি কাঠের ইঞ্জিনচালিত নৌকা তল্লাশি করে উদ্ধার করা হয় ১ হাজার ৭০০টি উন্নত মানের শাড়ি, ৭ হাজার ২০০টি বিভিন্ন ধরনের প্রসাধনসামগ্রী এবং ১৮০ কেজি জিরা। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য দুই কোটি তিন লাখ ছয় হাজার টাকা।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মেহেদী হাসান হৃদয় এবং বিজিবির সহকারী পরিচালক রফিকুল ইসলাম। অভিযানে অংশ নেন ২০ জন বিজিবি সদস্য।
বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, “আসন্ন ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়ে যাওয়ার আশঙ্কা থাকায় বিজিবির অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। জব্দ করা পণ্য যথাযথ প্রক্রিয়ায় সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা হবে।”
স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর দাবি, সীমান্তপথে অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।