বলিউড সুপারস্টার সালমান খানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। গত সোমবার (১৪ এপ্রিল) মুম্বাইয়ের ওরলির পরিবহন দপ্তরের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানো হুমকির বার্তায় সালমানকে হত্যা এবং তাঁর গাড়িতে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছিল।
গুজরাটের বরোদার কাছে একটি গ্রাম থেকে পাঠানো হয় এই হুমকির বার্তা। অভিযুক্ত তরুণের বয়স ২৬ বছর। যদিও এখনো তাঁর নাম প্রকাশ করেনি পুলিশ। প্রথমে পুলিশ তাঁকে সমন পাঠিয়ে হাজির হওয়ার নির্দেশ দিলেও, মামলার গুরুত্ব বিবেচনায় তাঁকে সরাসরি গ্রেপ্তার করা হয়।
পুলিশি তদন্তে জানা গেছে, অভিযুক্ত তরুণ মানসিক ভারসাম্যহীন, এমন দাবি করেছে তার পরিবার। তাদের ভাষ্য অনুযায়ী, বর্তমানে ওই তরুণের চিকিৎসা চলছে। তবে মানসিক অবস্থার এই দাবির সত্যতা যাচাইয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।
প্রসঙ্গত, এর আগেও ২০২৪ সালের ১৪ এপ্রিল মুম্বাইয়ের বান্দ্রায় সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে দুই অজ্ঞাতনামা মোটরবাইক আরোহী চার রাউন্ড গুলিবর্ষণ করেন। ঘটনার সময় সালমান বাড়িতেই অবস্থান করছিলেন। পুরো ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এবং তখন থেকেই তাঁর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

সালমানের আবাসনের বারান্দা বুলেটপ্রুফ করা হয়েছে এবং তাঁর যাতায়াতের জন্য ব্যবহার করা হচ্ছে বিশেষ বুলেটপ্রুফ গাড়ি।
ঘটনার পর বলিউড অঙ্গনে এবং সালমানের ভক্তদের মাঝে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, তারা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এবং সালমান খানের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
ঢাকা ইন লাইট ডট কম