সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় দুইজন যাত্রী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ৯ মে শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে, সাভার বাস স্ট্যান্ড এলাকার আরিচামুখী লেনে।
নিহতরা হলেন- ভোলা জেলার চরফ্যাশনের উসমান নগর গ্রামের মো. হোসেন (৫৫) এবং শরিয়তপুর জেলার জাজিরা থানার সায়াত শেখ (৩৫)। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসটি যাত্রী তুলছিল। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক এসে বাসটিকে ধাক্কা দেয়। ধাক্কায় বাসে থাকা হোসেন ও সায়াত গুরুতর আহত হন।
আহত অবস্থায় তাদের সাভারের সুপার মেডিকেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যায়। তবে পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক ও বাস জব্দ করেছে।
সাভার হাইওয়ে থানার ওসি মো. সওগাতুল আলম বলেন, “চালক পলাতক থাকলেও যানবাহন দুটি জব্দ করা হয়েছে। নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।”
এ ধরনের দুর্ঘটনা সড়কে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলে। সড়কে চলাচলকারী যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং চালকদের সচেতনতা বৃদ্ধির দাবিও এখন জোরালোভাবে উঠছে।