শ্রীপুরে জমি নিয়ে সংঘর্ষে দায়ের কোপে বৃদ্ধের হাতের কবজি বিচ্ছিন্ন

News Desk

শ্রীপুরে জমি নিয়ে সংঘর্ষে দায়ের কোপে বৃদ্ধের হাতের কবজি বিচ্ছিন্ন. Dhakainlight.com

গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের মালিকানাধীন জমি নিয়ে বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। সংঘর্ষের একপর্যায়ে দায়ের কোপে হযরত আলী (৬৫) নামের এক বৃদ্ধের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের তাঁতিসুতা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

হযরত আলী দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। ঘটনার পর তাঁকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ভুক্তভোগী হযরত আলীর স্বজন শাকিল আহমেদ জানান, ২০১৪ সাল থেকে ১ একর ৭৬ শতাংশ জমিতে বন বিভাগের অনুমতি নিয়ে চাষাবাদ করে আসছেন হযরত আলী। জমিটি তাঁর বাড়ির উঠানের পাশে অবস্থিত। তবে গত কয়েক বছর ধরে একই জমি দখলের চেষ্টা করে আসছেন অমূল্য কুমার বিশ্বাস ও তাঁর লোকজন।

গত বছর বন বিভাগের নির্দেশে জমিটিতে বনায়ন করা হয়। কিন্তু কিছুদিন পর অমূল্য কুমার বিশ্বাসের লোকজন গাছের চারা উপড়ে ফেলে দেন। এ ঘটনায় মামলা হলে অভিযুক্তরা জামিনে রয়েছেন। মঙ্গলবার সকালে জমিতে হালচাষ শুরু করেন অমূল্য কুমার বিশ্বাসের লোকজন। হযরত আলী এতে বাধা দিতে গেলে বাগ্‌বিতণ্ডা হয় এবং একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে দায়ের কোপে হযরত আলীর হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে অমূল্য কুমার বিশ্বাস (৬২), তাঁর মেয়ে সঙ্গীতা বিশ্বাস (১৭) ও ভাই অমৃত চন্দ্র বিশ্বাস (৫২) আহত হয়েছেন। অমৃত বর্তমানে টাঙ্গাইলের নাগরপুর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে অমূল্য কুমার বিশ্বাসের পক্ষের কারও সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে জানতে একাধিকবার কল করা হলেও বন বিভাগের শ্রীপুর বিট কর্মকর্তা আলাল উদ্দীন ফোন ধরেননি। তবে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জয়নাল আবেদীন মণ্ডল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Footer Section