দীর্ঘ আইনি টানাপড়েন ও নানা জটিলতা শেষে অবশেষে পাকাপাকিভাবে বিবাহবিচ্ছেদ ঘটল টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ও রোশন সিংয়ের। সোমবার, ৮ এপ্রিল আদালতের চূড়ান্ত রায়ে সিলমোহর পড়েছে এই বিচ্ছেদে। ২০১৯ সালে রোশনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন শ্রাবন্তী। কিন্তু বছর কয়েক যেতে না যেতেই সেই সম্পর্কে দেখা দেয় ফাটল।
দাম্পত্য কলহের জেরে দীর্ঘদিন আলাদা থাকছিলেন এই তারকা দম্পতি। রোশন সংসার টিকিয়ে রাখার চেষ্টায় আদালতের দ্বারস্থ হলেও, শ্রাবন্তী তাতে সায় না দিয়ে নিজেই বিবাহবিচ্ছেদের আবেদন করেন। এমনকি ২০২১ সালের সেপ্টেম্বরে খোরপোষ বাবদ আর্থিক দাবি জানান তিনি, যা পরবর্তীতে আদালতের স্থগিতাদেশে আটকে যায়।
সব জটিলতা কাটিয়ে অবশেষে এই দাম্পত্য জীবনের ইতি টানলেন তারা। বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন রোশন নিজেই। আদালতের রায়ে পরস্পরের সম্মতিতে তাঁদের আইনিভাবে বিচ্ছেদ সম্পন্ন হয়।

আইনিভাবে মুক্ত হওয়ার পর রোশন নিজের সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি শেয়ার করেন তাঁর বাগদত্তা অনামিকা মিত্রের সঙ্গে। নতুন জীবনের পরিকল্পনার কথা জানিয়ে রোশন বলেন, “সবে একটি বন্ধন থেকে মুক্তি পেলাম। আপাতত নিজেকে গুছিয়ে নিচ্ছি। চলতি বছরেই অনামিকার সঙ্গে নতুন জীবন শুরু করতে পারি।”
অন্যদিকে, শ্রাবন্তীর এটি তৃতীয় বিবাহবিচ্ছেদ। ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে প্রথম বিয়ে হয় তার, সেই সংসারে রয়েছে একমাত্র সন্তান অভিমন্যু। এরপর অভিনেতা কৃষাণ ভিরাজকে বিয়ে করলেও সে সম্পর্কও টেকেনি। ২০১৬ সালে তাদের রেজিস্ট্রি হলেও বছর না গড়াতেই বিচ্ছেদের ঘোষণা দেন শ্রাবন্তী। ২০১৯ সালে রোশন সিংয়ের সঙ্গে তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তবে এবার সেই সম্পর্কও শেষ হল চূড়ান্তভাবে।