বাস জব্দ, আটক করা হয়েছে চালককে
রাজধানী ঢাকার শাহবাগ মোড়ে বাসের ধাক্কায় ট্রাফিক পুলিশের সহাকারী হিসেব কাজ করা এক শিক্ষার্থী আহত হয়েছেন।
সোমবার (২৪ মার্চ) সকাল সোয়া দশটার দিকে শাহবাগ গোলচতত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় ওই শিক্ষার্থী সড়কে যানচলাচলে শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছিলেন।
আহত শিক্ষার্থীর নাম মো. মেহেদী (২২)। তিনি ধানমন্ডি নিউ মডেল কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাসা হাজারীবাগে।
এ ঘটনায় বাসটিকে জব্দ করেছে শাহবাগ থানা পুলিশ। আটক করা হয়েছে বাসটির চালককে।
শাহবাগ জোনের ট্রাফিক সার্জেন্ট মো. রেজাউল হক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “শাহবাগ মোড়ে ট্রাফিক সহায়তাকারী হিসেবে ডিউটিরত থাকা অবস্থায় মিরপুরগামী বিকল্প পরিবহনের বাসের ধাক্কায় ডান পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন মেহেদী। পরে তাকে উদ্ধার করে ঢামেক চিকিৎসার জন্য ঢামেক হাসপাতলে আনা হয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।”
চিকিৎসকের বরাত দিয়ে পুলিশ সার্জেন্ট আরও বলেন, “তার অবস্থা গুরুতর নয়। এ ঘটনায় বিকল্প পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। চালক মো. সোহেলকে (৩৫) আটক করা হয়েছে।”