চট্টগ্রামের রাউজান উপজেলায় মুহাম্মদ ফোরকান (৫২) নামের এক যুবলীগ নেতাকে প্রকাশ্যে পিটিয়ে মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় একদল লোক। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার উত্তর গুজরা গ্রামের আয়েশাবিবির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ফোরকান পূর্ব গুজরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে পূর্বে একটি ভাঙচুর মামলার অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশের বরাতে জানা যায়, ফোরকান বাজারে গেলে কিছু লোক তাঁকে ধরে ফেলে এবং মারধর শুরু করে। এরপর তাঁর মাথার চুল কেটে ন্যাড়া করে এবং জুতার মালা পরিয়ে দেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। আহত অবস্থায় পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয় এবং রাতেই থানায় হেফাজতে নেয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, মুহাম্মদ ফোরকানকে আহত অবস্থায় থানায় নিয়ে আসা হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে হেফাজতে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে তরিকতভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটির কার্যালয় ভাঙচুরের অভিযোগে মামলা রয়েছে। শনিবার তাঁকে আদালতে পাঠিয়ে কারাগারে পাঠানো হবে।
এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় রাজনৈতিক পরিস্থিতির ওপর এ ঘটনার প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।