টেলিভিশন অভিনেতা শামীম হাসান সরকার সম্প্রতি সহশিল্পী প্রিয়াঙ্কা প্রিয়ার অভিযোগের মুখোমুখি হয়েছেন। প্রিয়াঙ্কা সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন, শামীম তাঁকে যৌন হেনস্তা করেছেন, সেটে মাদক সেবন করেছেন, এমনকি ধর্ষণের হুমকিও দিয়েছেন। বিষয়টি নিয়ে শোবিজ অঙ্গনে শুরু হয় জোর আলোচনা।
মঙ্গলবার (৬ মে) রাতে শুটিং সেট থেকে সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন শামীম হাসান সরকার। তিনি তাঁর বিরুদ্ধে আনা প্রতিটি অভিযোগই “মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে দাবি করেন।
শামীম বলেন, ‘প্রিয়াঙ্কা প্রিয়া আগেও আমার সঙ্গে কাজ করেছেন। আমাদের মধ্যে কোনো শত্রুতা ছিল না। নতুন লটের শুটিং শুরু হওয়ার পর আমি শুধু বলেছি, শুটিং সেটে রিলস বা টিকটক বানানো যাবে না। সেটের শৃঙ্খলা রক্ষা করতেই বলেছি।’
মাদক সেবনের অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘এটি অত্যন্ত গুরুতর অভিযোগ। আমাদের দোলনচাঁপা শুটিং হাউসে সর্বত্র সিসিটিভি ক্যামেরা আছে। কেউ যদি প্রমাণ করতে পারে আমি মাদক নিয়েছি, তাহলে আমি মিডিয়া ছেড়ে দেব।’
অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়ার আরেক অভিযোগ ছিল, শামীম তাঁর গায়ে হাত তুলেছেন। এ প্রসঙ্গে শামীম বলেন, ‘আমি ১০ বছর ধরে অভিনয় করছি। এই দীর্ঘ ক্যারিয়ারে কখনো কাউকে স্পর্শ করিনি। আমি একজন বিবাহিত পুরুষ, আমার বাসায় মা-বোন আছেন। এসব ভিত্তিহীন অভিযোগ সম্পূর্ণ বানোয়াট।’
শামীম আরও বলেন, ‘প্রিয়াঙ্কার অভিযোগ একেবারেই ভিত্তিহীন। আমি এই মিথ্যা অভিযোগের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছি। আগে আমার পরিবার ও সংগঠনের সঙ্গে পরামর্শ করব। তারা যদি আইনি পদক্ষেপ নিতে বলেন, তাহলে আমি নিশ্চয়ই তা করব।’
তিনি বিষয়টি নিয়ে শিল্পী সংঘ ও অন্যান্য সহকর্মীদের সাপোর্টের দিকেও ইঙ্গিত দেন, যা ভবিষ্যতের জন্য মামলার ভিত্তি তৈরি করতে পারে।
ঘটনাটি নিয়ে শোবিজ অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। এখন দেখার বিষয়, এই অভি