কক্সবাজার শহরের কলাতলীতে যুবলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন কক্সবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নুরপাড়ার আনোয়ার শাকিল (২৪), শহরতলীর লিংক রোডের দক্ষিণ মুহুরীপাড়ার শরীফ হোসাইন (২৭) ও মৃত মনজুর আলমের ছেলে আনিসুর রহমান (২৮)। তাঁদের মধ্যে শরীফ হোসাইন ছাত্রলীগের কক্সবাজার সরকারি কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক এবং আনিসুর রহমান পৌর যুবলীগের সদস্য ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার সকাল ৬টার দিকে শহরের হোটেল-মোটেল জোনের কলাতলী সৈকত সড়কে হঠাৎ ঝটিকা মিছিল বের করে জেলা যুবলীগের একদল নেতা-কর্মী। মিছিলটি ছিল সংক্ষিপ্ত এবং দ্রুতগতির। অধিকাংশ অংশগ্রহণকারীর মুখে ছিল মাস্ক। মিছিল শেষে সুগন্ধা পয়েন্টে কয়েক মিনিটের জন্য একটি সমাবেশ হয়, যেখানে বক্তব্য দেন জেলা যুবলীগ নেতা মোনাফ সিকদার। লোকজন জড়ো হতে শুরু করলে দ্রুত সরে পড়ে বিক্ষোভকারীরা।
ঝটিকা মিছিলের ৫৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নজরে আসে পুলিশের। ভিডিওতে দেখা যায়, ২০-২৫ জনের একটি মিছিলের সামনে থাকা ব্যানারে লেখা ছিল, ‘শেখ হাসিনা আসবেই, বাংলদেশ (বানান ভুল) হাসবেই’। মিছিলে অগ্রভাগে থাকা মোনাফ সিকদারের পরনে ছিল লাল রঙের টি-শার্ট।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান বলেন, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। রাতভর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান সংগঠক মোনাফ সিকদারসহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ওসি আরও জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে থানায় নাশকতা, বিশেষ ক্ষমতা আইনসহ একাধিক মামলা রয়েছে।