মেসিকে ছাড়াই দাপুটে জয় মায়ামির

admin2

মেসিকে ছাড়াই দাপুটে জয় মায়ামির, Dhakainlight.com

টানা খেলার ধকল কাটাতে বিশ্রামে দলের প্রাণভোমরা লিওনেল মেসি। তাতে কি, এই আর্জেন্টাইন সুপারস্টারকে ছাড়াই মেজর লিগ সকারে হিউস্টন ডায়নামোর বিপক্ষে বড় জয় পেয়েছে ইন্টার মায়ামি। এই ম্যাচে মেসির অভাব বুঝতে দেননি উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ, একাই করান তিন গোল; একটি করলেন নিজে.

গতকাল রোববার (২ মার্চ) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাতে হিউস্টন ডায়নামো এফসির বিপক্ষে ম্যাচে ৪-১ গোলের বড় জয় পেয়েছে মায়ামি। দলটির হয়ে জোড়া গোল করেন তেলাসকো সেগোভিয়া ও তাদিও আলেন্দে। বাকিটি আসে সুয়ারেজের পা থেকে।

ম্যাচে এগিয়ে যেতে সময় লাগেনি মায়ামির। ষষ্ঠ মিনিটে সুয়ারেজের বাড়ানো বলে দলকে এগিয়ে নেন তেলাস্কো। এরপর দ্বিতীয় গোল পেতে কিছুটা অপেক্ষা করতে হয় মায়ামিকে। ম্যাচের ৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন আলেন্দে। প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোলটি করেন তেলাস্কো। যার ফলে ৩-০ ব্যবধানের লিড নিয়েই বিরতিতে যায় দলটি।

অবাক করার বিষয় হলো প্রতিটি গোলেই অবদান ছিল সুয়ারেজের। দ্বিতীয়ার্ধে নিজেদের চতুর্থ গোলের দেখা পায় মায়ামি। ৭৯তম মিনিটে সার্জিও বুসকেটসের অ্যাসিস্ট থেকে দলকে এগিয়ে নেন সুয়ারেজ নিজে। শেষদিকে একটি গোল পরিশোধ করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। অথচ এর আগে টানা তিন ম্যাচে হিউস্টনের সঙ্গে জিততে পারেনি মায়ামি। এবার সুয়ারেজদের নৈপুণ্যে সেই হারের বৃত্ত থেকে বেরিয়ে এলো হাভিয়ের মাসচেরানো শিষ্যরা।

Leave a Comment

Footer Section