মুন্সিগঞ্জে স্বামী কর্তৃক স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

News Desk

মুন্সিগঞ্জে স্বামী কর্তৃক স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ. Dhakainlight.com

মুন্সিগঞ্জ সদর উপজেলার দেওয়ানকান্দি গ্রামে স্বামীর হাতে নির্মমভাবে খুন হয়েছেন সেলিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূ। হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী সুজন মোল্লার (৪৩) বিরুদ্ধে। শুক্রবার রাত ১০টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সেলিনা বেগমের বাড়ি বকুলতলা গ্রামে। তিনি গোলাম মোস্তফার মেয়ে। এক বছর আগে পারিবারিকভাবে সুজন মোল্লার সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে অশান্তি বিরাজ করছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুজন মোল্লা একজন মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই রাত করে বাড়ি ফিরতেন। তিনি স্ত্রী সেলিনার ওপর পরকীয়ার সন্দেহ করতেন এবং এ নিয়ে প্রায়ই তাঁকে শারীরিকভাবে নির্যাতন করতেন। এক সপ্তাহ আগে বড় ধরনের ঝগড়ার পর সেলিনা বাবার বাড়ি চলে যান। পরে দুই গ্রামের মুরুব্বিদের মধ্যস্থতায় কয়েক দিন আগে আবার স্বামীর বাড়ি ফেরেন।

শুক্রবার রাতে পুনরায় ঝগড়ার একপর্যায়ে সুজন চাপাতি দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেলিনার মরদেহ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের বোন শিল্পী আক্তার অভিযোগ করেন, সেলিনার জীবনে বিয়ের পর থেকে কোনো শান্তি ছিল না। স্বামী প্রায়ই তাঁকে মারধর করতেন। “মানুষ কী বলবে” সেই ভয়ে সেলিনা স্বামীর নির্যাতন সত্ত্বেও তাঁর বাড়ি ফিরে গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে প্রাণ দিতে হলো।

পুলিশ জানায়, ঘটনার পর সুজন মোল্লা পালিয়ে টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড় এলাকায় আশ্রয় নেন। সেখান থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তিনি আত্মহত্যার উদ্দেশ্যে বিষপান করেছিলেন। বর্তমানে তিনি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

মুন্সিগঞ্জ সদর থানার উপপরিদর্শক মিল্টন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন স্ত্রীকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। পরকীয়া সন্দেহ থেকেই তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে এবং পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

Leave a Comment

Footer Section