ভালোবাসার গল্প থেকে জীবনের নতুন অধ্যায়: জামিল ও মুনমুনের বিয়ে

News Desk

টেলিভিশন পর্দার চেনা মুখ, ‘মীরাক্কেল’খ্যাত জামিল হোসেন এবার শুরু করলেন জীবনের এক নতুন অধ্যায়। দীর্ঘদিনের সহকর্মী ও ঘনিষ্ঠজন মুনমুন আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই জনপ্রিয় অভিনেতা।

রোববার (৬ এপ্রিল) ঢাকার উত্তরার একটি রেস্তোরাঁয় দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সম্পন্ন হয় এই জুটির বিয়ের আনুষ্ঠানিকতা। রাত্রেই সোশ্যাল মিডিয়ায় স্ত্রী মুনমুনের সঙ্গে একটি ছবিও শেয়ার করেন জামিল। ক্যাপশনে ছোট্ট একটি শব্দ— “আলহামদুলিল্লাহ”—তাতেই যেন প্রকাশ পেয়েছে শত অনুভব।

তাঁদের এই বিশেষ মুহূর্ত ঘিরে শুভেচ্ছায় ভরে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম। সহকর্মী থেকে শুরু করে ভক্তরাও একসাথে শুভকামনা জানান নতুন এই পথচলার জন্য।

বিয়ের পরের দিন সকালে যোগাযোগ করা হলে জামিল বলেন, “প্রায় এক বছর আগে আমাদের পরিচয়, কাজ করতে গিয়েই একে অপরকে চিনে ফেলি। এক সময় একটা বোঝাপড়া তৈরি হয়, এরপর আমরা ভাবি—এই সম্পর্কটা আরও গভীর হোক, স্থায়ী হোক। আলাপ করি দুই পরিবারের সঙ্গে। সবার সম্মতিতেই বিয়ের সিদ্ধান্ত নিই।”

অভিনেত্রী মনিরা মিঠুও তাঁদের বিয়ের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, “আমাদের প্রিয় জামিল-মুনমুনের বিয়ে হলো। বর-কনের জন্য সবাই অন্তর থেকে দোয়া করবেন।”

জানা গেছে, জামিল ও মুনমুন একসঙ্গে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। একসঙ্গে কাজ করতে করতেই তৈরি হয় বন্ধন। নাটক, বিজ্ঞাপন, অনুষ্ঠান—সবখানেই ছিল দুজনের জুটি হয়ে ওঠার ইঙ্গিত।

জামিল হোসেন মীরাক্কেলের মাধ্যমে প্রথম আলোচনায় আসেন। হাস্যরসের সেই মঞ্চ থেকে ধীরে ধীরে নাটক ও প্রযোজনার জগতে নিজের জায়গা পোক্ত করেন। বর্তমানে তিনি ছোটপর্দার অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা ও নির্মাতা।

অন্যদিকে মুনমুন আহমেদ বিজ্ঞাপনের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও খুব অল্প সময়েই টেলিভিশন নাটকে নিজের প্রতিভার ছাপ রাখেন। তার সাবলীল অভিনয় দর্শকদের হৃদয় কেড়েছে। শুধু নাটকেই নয়, ‘কাগজ’ নামের একটি চলচ্চিত্রেও তিনি কাজ করেছেন।

ভালোবাসা থেকে বিয়ে—তাঁদের গল্পটা যেন পর্দার গল্পের মতোই। তবে এবার আর অভিনয় নয়, বাস্তবেই তাঁরা জীবনসঙ্গী।

ঢাকা ইন লাইট ডট কম-এর পক্ষ থেকে নবদম্পতির জন্য রইল হৃদয়ের গভীর থেকে ভালোবাসা ও শুভকামনা।

Leave a Comment

Footer Section