ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলছেন, ভারত সাদা বলের ক্রিকেটে সবচেয়ে শক্তিশালী দল। টিম ইন্ডিয়ার কাছে পাকিস্তান খুব একটা পাত্তা পাবে না বলেও মনে করেন প্রিন্স অফ ক্যালকাটা।

গাঙ্গুলির মতে, দুবাইয়ের উইকেটে স্পিনাররা কার্যকর হবে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে একাদশেও পরিবর্তনের পরামর্শ দিয়েছেন সাবেক বিসিসিআই প্রধান।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে সৌরভ বলেন, সাদা বলের ক্রিকেটে ভারত খুবই শক্তিশালী দল। লম্বা সময় ধরে পাকিস্তানের বিপক্ষে ভারত আধিপত্য করে যাচ্ছে। আমার যতটুকু মনে পড়ে, গত পাঁচ বছরে পাকিস্তানের বিপক্ষে ভারত মাত্র একটি ম্যাচ হেরেছে। ভারত ফেভারিট, ওয়ানডে দল অনেক শক্তিশালী।
এর আগে বাংলাদেশের বিপক্ষে দারুণ জয় দিয়ে এবারের আসর শুরু করেছে ভারত। এ বিষয়ে তিনি বলেন, দুবাইয়ের উইকেট বিবেচনায় ভারত স্পিনে গুরুত্ব দিয়েছে। তারা জাদেজা, অক্ষরের সঙ্গে সমন্বয় করতে তৃতীয় স্পিনার হিসেবে কুলদীপকে নিয়েছিলো।

সৌরভের মতে, দুবাইয়ের উইকেটে ৩০০ রান করা কঠিন হবে যেকোনো দলের জন্য।