‘সবার উপরে দেশ’ স্লোগান ধারণ করে নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’ (বিআরপি) জুনের মাঝামাঝি আনুষ্ঠানিকভাবে ভূমিকা রাখার প্রস্তুতি সম্পন্ন করেছে। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির উদ্যোক্তারা মৌলিক উদ্দেশ্য ও কাঠামো তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার মো. মেহেদী হাসান বলেন, ১৯৭৫ সালের জুলাই বিপ্লবের চেতনাকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এই দল গড়া হয়েছে। তাঁর বক্তব্য ছিল, ‘সব নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠা, ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা, কল্যাণমুখী রাষ্ট্র ও সামাজিক-আর্থিক ন্যায়বিচার নিশ্চিত করে স্থায়ী সুশাসন গড়াই আমাদের মূল লক্ষ্য।’
দলের অন্যতম প্রণেতা ক্যাপ্টেন (অব.) মো. শফিকুর ইসলাম বলেন, ‘আমরা ক্ষমতার লোভে নয়, জনকল্যাণ ও ন্যায়বিচারের জন্য রাজনীতিতে আসছি। রাজনীতিকে পবিত্র দায়িত্ব হিসেবে দেখতে চাই, যেখানে দুর্নীতি ও অপকর্মের কোনো স্থান থাকবে না।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, দল গঠনের সাথে সঙ্গেই কাজ শুরু করবে একাধিক ‘সেন্স অব সার্ভিস’ সেল—নিরাপদ খাদ্য, স্বাস্থ্য সুরক্ষা, আইনগত সহায়তা, কৃষি ও প্রাণিসম্পদ, শিক্ষা, মিডিয়া ও সংস্কৃতি, যুব উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন, নারী-শিশু কল্যাণ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সেল।
উদ্যোক্তারা দেশের চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, আইনজীবী, সাবেক সামরিক কর্মকর্তা, সাংবাদিক, কৃষিজীবীসহ সব শ্রেণি-পেশার দেশপ্রেমিক নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানান।
তাদের ব্যাখ্যা অনুযায়ী, বিগত কয়েক বছরে প্রচলিত রাজনৈতিক দলগুলো ‘জুলাই বিপ্লবের মূল চেতনা’ থেকে সরে গেছে। পলাতক আসামিদের লাল পাসপোর্টে দেশত্যাগ, শহীদদের পরিবার উপেক্ষা ও আহতদের পুনর্বাসনে উদাসীনতা এসবকে উদাহরণ হিসেবে তুলে ধরে বিআরপি ঘোষণা করেছে, তারা জনগণের আস্থা ফেরানোর মধ্য দিয়েই