চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার দেওয়ান বাজারের রুমঘাটা এলাকা থেকে আবদুর রহিম (৩২) নামের এক নির্মাণশ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে খাল থেকে উদ্ধার করা লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
নিহত আবদুর রহিম ভোলার চরভোতা এলাকার বাসিন্দা। চট্টগ্রামের দেওয়ান বাজার এলাকায় একটি প্রতিষ্ঠানে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন তিনি।
রোববার দুপুরে হাসপাতাল মর্গের সামনে কথা হয় তাঁর বাবা উবাইদুল্লাহর সঙ্গে। তিনি জানান, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রহিমের কাছে একটি ফোন আসে। এরপর আর কাজে না গিয়ে কোথায় যেন বেরিয়ে পড়ে সে। বেলা ২টার পর থেকে ছেলের ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। এরপর শনিবার খাল থেকে ছেলের লাশ উদ্ধার হওয়ার খবর পান তিনি।
উবাইদুল্লাহ জানান, সপ্তাহখানেক আগে রহিম জানিয়েছিলেন, মোবাইল গেম খেলে একটি আইফোনসহ চার লাখ টাকা পুরস্কার জিতেছেন। পুরস্কার পেতে হলে ৪০ হাজার টাকা দিতে হবে—এমন দাবি জানায় প্রতারক চক্র। এ কারণে তিনি ছেলেকে ১৭ হাজার টাকা দেন। বাকি টাকা রহিম নিজের কর্মস্থল থেকে ধার করেন। পুরস্কার বুঝে নিতে একবার তাঁকে চট্টগ্রাম বিমানবন্দরেও ডেকে নেওয়া হয়েছিল, কিন্তু কিছু না পেয়েই ফিরে আসেন তিনি।
রহিমের বাবা ধারণা করছেন, এই ‘পুরস্কার দেওয়ার’ নামে প্রতারণা করে টাকাগুলো হাতিয়ে নেওয়া হয় এবং চক্রটি পরে তাঁকে হত্যা করে। তিনি বলেন, ‘আমার ছেলের কোনো শত্রু ছিল না। এসব জুয়া আর প্রতারণাই তার মৃত্যুর কারণ হতে পারে।’
নিহতের কর্মস্থলের কর্মকর্তা মো. নোমান জানান, ফোনে রহিমকে চান্দগাঁও থানার সামনে যেতে বলা হয়েছিল। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন কোতোয়ালি থানার এসআই বাহার মিয়া। তিনি জানান, প্রাথমিকভাবে শরীরে আঘাতের চিহ্ন মেলেনি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন।
কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, রহিমের পরিবার লাশ শনাক্ত করেছে। মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে। প্রতারণার অভিযোগ এবং যাঁরা টাকার বিনিময়ে পুরস্কারের প্রলোভন দেখিয়েছেন, তাঁদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।