জনপ্রিয় লোকগীতিকার ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গত সোমবার রাত ১১:৪৫ মিনিটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেপ্তার করে। গ্রেপ্তার সময় রাজধানীর ধর্ষণমোড় এলাকা থেকে ডিবি দল তাকে ডিবি জব্দে নেয় বলে নিশ্চিত করেছেন ডিবি সংশ্লিষ্ট কর্মকর্তা
গত বছরের ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলন শুরুর পর রাজনীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিখোঁজ থাকার পর ১৩ অক্টোবর ২০২৪ রাত সাড়ে ৫টায় তিনি হঠাৎ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে’ শিরোনামের একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিও মাত্র ১৯ ঘণ্টায় সাত লক্ষেরও বেশিবার দেখা হয়, যেখানে মন্তব্য পড়ে প্রায় ছয় হাজার।
ভিডিওতে গানের তৃতীয় লাইন—‘আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরান বান্ধিবি কেমনে’—নিয়ে নেটিজেনরা নানা ব্যাখ্যা করেন; অনেকে এটিকে তাঁর ‘আত্মগোপন ভঙ্গের সংকেত’ হিসেবে দেখেন।
মমতাজ বেগম ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত সংরক্ষিত নারী আসন-২১-এর জন্য এমপি ছিলেন এবং ২০১৪, ২০১৮ জাতীয় নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে শাসকদল আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন(Wikipedia)। ২০২৪ সালের নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মমতাজের বিরুদ্ধে গত বছরের জুলাই-আগustu আন্দোলনকালে সংঘটিত সহিংসতায় খুনসহ একাধিক মামলা আছে; তাকে আজ (মঙ্গলবার) আদালতে হাজির করা হবে বলেও জানানো হয়েছে।