ফকিরাপুলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন

News Desk

ঢাকা ইন লাইট ডেস্ক:
রাজধানীর ফকিরাপুলে একটি ভবনের ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। রোববার (২০ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে ফকিরাপুলের গরম পানি গলির একটি আটতলা ভবনের চতুর্থ তলায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে রয়েছেন কামরুন্নেসা রোজিনা (৪৫), তাঁর ছেলে রিয়াজ হোসেন (২১) এবং মামাতো বোন কুলসুমা আক্তার (২৫)। তাঁদের উদ্ধার করে দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ রোজিনা জানান, “আমি ও কুলসুমা দুপুরে গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করছিলাম। হঠাৎ সিলিন্ডারের লিকেজ থেকে আগুন ধরে যায়। চিৎকার শুনে ছেলে রিয়াজ আমাদের বাঁচাতে আসলে সেও আগুনে দগ্ধ হয়।”

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, কামরুন্নেসা রোজিনার দুই পায়ে হালকা পোড়ার চিহ্ন রয়েছে, তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে রিয়াজ হোসেন ও কুলসুমা আক্তারের দুই হাত ও মুখমণ্ডলে দগ্ধের মাত্রা কিছুটা বেশি, তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দগ্ধ তিনজনেরই গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায়। তাঁরা বর্তমানে ফকিরাপুলের ওই ভবনে ভাড়া থাকেন। কামরুন্নেসা রোজিনা ও কুলসুমা আক্তার রান্না করে আশপাশের বিভিন্ন মেসে খাবার সরবরাহ করতেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

Leave a Comment

Footer Section