উপমহাদেশজুড়ে প্রশংসিত গান ‘যদি আবার’–এর শিল্পী এনজেল নূর এবার গাইবেন পাকিস্তানি জনপ্রিয় রক ব্যান্ড বায়ান-এর সঙ্গে এক কনসার্টে। এই মাসের শেষ সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যান্ডটির ‘সফর ট্যুর’–এর একটি বিশেষ আয়োজন, যেখানে একসঙ্গে মঞ্চ মাতাবেন দুই দেশের এই তরুণ শিল্পীরা।
কনসার্ট আয়োজন করছে ‘জির্কোনিয়াম’ নামের একটি প্রতিষ্ঠান। আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানস্থল ও তারিখ খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। কনসার্টে বায়ান পরিবেশন করবে এনজেলের ‘যদি আবার’ গানটি, আর এনজেল গাইবেন ব্যান্ডটির একটি জনপ্রিয় গান।
এনজেল নূর জানান, এর মধ্যেই তিনি ব্যস্ত সময় পার করছেন একাধিক গানের রিহার্সাল ও আয়োজন নিয়ে। ৯ মে ঢাকার যাত্রাবিরতিতে অনুষ্ঠিতব্য ‘গপ্প শপ্প আর গান’ শীর্ষক শোতেও পারফর্ম করবেন তিনি, যেখানে আরও থাকবেন শিল্পী শুভ্র ও লিমন।
এ ছাড়া চলতি সপ্তাহেই মুক্তি পাচ্ছে এনজেল নূরের একক গান ‘তিল’। গানটি নিয়ে এনজেল বলেন, “বন্ধুদের সঙ্গে গল্প বলার ঢঙে গানটি তৈরি করেছি। শ্রোতাদের সঙ্গে সংযোগ স্থাপনের একটা ঘরোয়া ভাব রাখা হয়েছে।”
প্রসঙ্গত, ২০২৫ সালের শুরুর দিকে ভারতীয় গায়ক অরিজিৎ সিং ‘যদি আবার’ গানটি নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে শেয়ার করলে রাতারাতি আলোচনায় আসেন এনজেল। বাংলাদেশ ছাড়াও গানটি ভারত ও পাকিস্তানে জনপ্রিয়তা পায়।

সংগীতের পাশাপাশি অভিনয়েও সফল এনজেল। তিনি কাজ করেছেন ইকবাল হোসাইন চৌধুরীর পরিচালনায় ‘বলী’ সিনেমায় এবং বর্তমানে আরও চারটি ছবিতে চুক্তিবদ্ধ আছেন—এর মধ্যে একটি তামিল, একটি কলকাতার ও দুটি ঢাকার ছবি।
চট্টগ্রামে জন্ম ও বেড়ে ওঠা এই শিল্পীর পূর্ণ নাম জুলফিকার নূরী এনজেল। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলে পড়াশোনা করেছেন এবং বছর দুয়েক আগে স্নাতক শেষ করেছেন।