পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে দুই কিশোর সাইকেল আরোহী। বাজার থেকে বাড়ি ফেরার সময় পাথরবোঝাই একটি ট্রাক তাদের পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় তারা। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত দুই কিশোর হলো সঞ্জয় চন্দ্র রায় (১৪) ও অনিক চন্দ্র রায় (১৪)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। সঞ্জয় পামুলী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং অনিক কালুরহাট কছির উদ্দিন চৌধুরী উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও স্থানীয় এক ওয়ার্কশপে কর্মরত ছিলেন।
দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত আটটার দিকে, দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষ্মীরহাট বাজারসংলগ্ন চারতলার মোড় এলাকায়। স্থানীয়রা জানান, কাজ শেষে বাইসাইকেলে করে বাজার থেকে বাড়ি ফিরছিল অনিক ও সঞ্জয়। এসময় পঞ্চগড় থেকে দেবীগঞ্জগামী একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দেয়।
স্থানীয়রা আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ ট্রাকচালক আবদুল হালিম (৬০) ও তাঁর সহকারী জাহিদ হাসানকে (২৫) আটক করে এবং ট্রাকটি জব্দ করে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা জানান, নিহত অনিক চন্দ্র রায়ের চাচা দয়াল চন্দ্র রায় বাদী হয়ে সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেছেন। আটক চালক ও সহকারীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
নিহতদের মরদেহ পরিবারের আবেদনের ভিত্তিতে রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই দুর্ঘটনা এলাকাজুড়ে শোকের ছায়া নামিয়েছে। স্থানীয়রা দ্রুতগতির যানবাহনের লাগাম টানতে এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করছেন।