নেত্রকোনার পূর্বধলায় নিখোঁজ হওয়ার একদিন পর মগড়া নদী থেকে দাদি ও নাতনির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার শিমুলকান্দি এলাকায় ভাসমান অবস্থায় তাদের মরদেহ পাওয়া যায়।
নিহতরা হলেন শিমুলকান্দি বহেরাকান্দা গ্রামের ফাতেমা বেগম (৬৫) ও তাঁর নাতনি লিজা আক্তার (৭)। তাঁরা গতকাল মঙ্গলবার বিকেলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশে রওনা হন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও গন্তব্যে না পৌঁছানোয় পরিবার খোঁজাখুঁজি শুরু করে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফাতেমা বেগম তাঁর মেয়ের শ্বশুরবাড়ি, নারায়ণডহর গ্রামে যেতে চেয়েছিলেন। পথে নদী পার হতে গিয়ে পা পিছলে লিজা ডুবে যেতে পারে, আর তাঁকে বাঁচাতে গিয়েই ফাতেমাও ডুবে যান বলে ধারণা করা হচ্ছে।
ভোরে প্রথমে দাদির মরদেহ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে জাল ফেলে তল্লাশি চালিয়ে নাতনির মরদেহও উদ্ধার করা হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লিজার বাবা লিটন মিয়া বলেন, “আমার মেয়ে হয়তো পা পিছলে নদীতে পড়ে যায়। মা তাকে বাঁচাতে গিয়ে নিজেও প্রাণ হারায়।”
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নূরুল আলম বলেন, “মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের ভিত্তিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।”
স্থানীয়রা এটিকে অত্যন্ত মর্মান্তিক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।