নরসিংদীতে সাংবাদিক আকরাম হোসেনের ওপর সন্ত্রাসী হামলা, ‘

News Desk

নরসিংদীতে সাংবাদিক আকরাম হোসেনের ওপর সন্ত্রাসী হামলা, ‘Dhakainlight.com

ভালো হইয়া যাইগ্যা, না হলে মাইরালামু’ বলে হুমকি

নরসিংদী শহরে সাংবাদিক আকরাম হোসেনের ওপর দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। শুক্রবার (৯ মে) রাত পৌনে ১০টার দিকে শহরের বাসাইল এলাকার হাসান সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। আক্রান্ত আকরাম বেসরকারি টেলিভিশন দেশ টিভির নরসিংদী প্রতিনিধি এবং নরসিংদী প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

হামলার সময়ের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, আকরাম হোসেন গাড়ি থেকে নেমে কোলে থাকা সন্তানকে নিয়ে আইসক্রিম কিনতে যান। ফেরার পর স্ত্রীকে সন্তান দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনজন মুখে সাদা কাপড় বাঁধা ব্যক্তি তাঁর সামনে এসে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারতে থাকেন। কোপগুলোর কয়েকটি গাড়ির দরজায় লাগে। আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

ঘটনার বিষয়ে আকরাম হোসেন বলেন, “কারা, কেন হামলা চালিয়েছে বুঝতে পারছি না। যাওয়ার সময় তারা শুধু এটুকু বলে গেছে— ‘ভালো হইয়া যাইগ্যা, না হলে মাইরালামু।’

আকরাম হোসেন ঘটনার পর নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানিয়েছেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যেই হামলাকারীদের আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

একজন সংবাদকর্মীর ওপর প্রকাশ্যে এ ধরনের সন্ত্রাসী হামলায় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নরসিংদী প্রেসক্লাব ও স্থানীয় সাংবাদিকরা দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Leave a Comment

Footer Section