দিনাজপুরে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

News Desk

দিনাজপুরে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার. Dhakainlight.com

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়ারী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম পুলিন হেমব্রম, বয়স ৬০ বছর। তিনি ওই গ্রামের বাসিন্দা এবং একজন কৃষি শ্রমিক ছিলেন।

সোমবার সকালে নিজ বাড়ির বারান্দার চালের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান খালাতো ভাই রমেশ হেমব্রম। পরে তাঁর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। খবর পেয়ে ফুলবাড়ী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম খন্দকার মুহিব্বুল জানিয়েছেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পুলিন হেমব্রমের একমাত্র ছেলে রয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুলিন মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

Footer Section