বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-নারিতা রুটে ফ্লাইট সাময়িক বন্ধ ঘোষণা করেছে। বিমান থেকে আজ রোববার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান হজ ফ্লাইট, উড়োজাহাজের স্বল্পতা এবং ব্যবসায়িক বাস্তবতা বিবেচনায় নিয়ে আগামী ১ জুলাই থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে।
যাঁরা ১ জুলাইয়ের পরের তারিখের জন্য টিকিট কিনেছেন, তারা অতিরিক্ত কোনো খরচ ছাড়াই পুরো টিকিটের মূল্য ফেরত পাবেন। এজন্য যাত্রীদের বিমানের নিজস্ব সেলস অফিস, কাউন্টার অথবা সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
২০২৩ সালের ১ সেপ্টেম্বর আবার চালু করা হয় ঢাকা-নারিতা রুটে ফ্লাইট, যা দেড় বছরের মাথায় আবার বন্ধ হতে যাচ্ছে। ফলে সরাসরি ঢাকা থেকে জাপানের নারিতায় যাত্রা করার সুযোগ বন্ধ হবে।
এর আগে ১৯৮১ সালে প্রথমবারের মতো বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-নারিতা রুটে ফ্লাইট চালু করেছিল। পরে ২০০৬ সালে এই রুট বন্ধ করা হয়। ১৯৭৯ সালে ঢাকা-টোকিও রুটেও ফ্লাইট শুরু হয়েছিল, তবে তা দীর্ঘদিন চালানো সম্ভব হয়নি।
ফ্লাইট বন্ধ হওয়ার ফলে যাত্রীদের এখন সরাসরি বিমানে ঢাকা থেকে জাপান যাওয়ার কোনো বিকল্প রুট পাওয়া কঠিন হবে।