মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বাইডেন প্রশাসনের দ্বারা ইসরাইলে অস্ত্র রফতানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর, যুক্তরাষ্ট্র থেকে ভারী এমকে-৮৪ বোমার একটি চালান ইসরাইলে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এই তথ্য নিশ্চিত করেছে।
সাংবাদিকদের সাথে কথা বলার সময়, ট্রাম্প জানান যে, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও তিনি ইসরাইলে বোমা রফতানির ওপর বাইডেন প্রশাসনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন, কারণ তিনি ‘শক্তির মাধ্যমে শান্তি’ প্রতিষ্ঠার পক্ষে।
দুই হাজার পাউন্ডের এমকে-৮৪ বোমাটি বিশেষভাবে ডিজাইন করা যা পুরু কংক্রিট এবং ধাতু ভেদ করে বিস্ফোরণ ঘটায় এবং বিস্ফোরণের ব্যাপক প্রভাব বিস্তার করে। এই বোমার গাজার ঘনবসতিপূর্ণ এলাকায় সম্ভাব্য ক্ষতিকর প্রভাব নিয়ে উদ্বেগের কারণে বাইডেন প্রশাসন ইসরাইলকে এগুলো রফতানির অনুমতি দিতে অস্বীকার করেছিল। তবে ২০২৩ সালের অক্টোবরের পর, বাইডেন প্রশাসন ইসরাইলে হাজার হাজার এমকে-৮৪ বোমা পাঠিয়েছিল, কিন্তু পরে নিষেধাজ্ঞার কারণে একটি চালান আটকে দেওয়া হয়েছিল। গত মাসে, ট্রাম্প এই নিষেধাজ্ঞাটি তুলে নেন।
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ শনিবার রাতে বলেন, ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর আসা এই অস্ত্রের চালানটি ইসরাইলি বিমান বাহিনী এবং সামরিক বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্পদ, এবং এটি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে শক্তিশালী সম্পর্কের প্রতীক হিসেবে কাজ করে।