জয়পুরহাটের কোরবানির হাটে ৬৫ কেজির খাসি, দাম হাঁকা হচ্ছে ৫৫ হাজার টাকা

News Desk

জয়পুরহাটের কোরবানির হাটে ৬৫ কেজির খাসি, দাম হাঁকা হচ্ছে ৫৫ হাজার টাকা. Dhakainlight.com

জয়পুরহাট শহরের নতুনহাট কোরবানির পশুর হাটে আজ বুধবার সকালে আলোচনার কেন্দ্রে ছিল একটি বিশাল আকৃতির খাসি। ভারতের তোতাপুরী জাতের এই খাসির ওজন ৬৫ কেজি, যার দাম চাওয়া হচ্ছে ৫৫ হাজার টাকা। খাসিটির মালিক আতাউর রহমান জানান, খাসিটি তিনি দুই বছর ধরে সন্তানের মতো করে লালন-পালন করেছেন।

সকাল ১০টার দিকে হাটে গরুর পাশাপাশি দুই থেকে আড়াই শ খাসি নিয়ে বিক্রেতারা ভিড় করেন। এর মধ্যেই চোখে পড়ে বিশালাকৃতির একটি খাসি। খাসিটির আশপাশে ক্রেতা-বিক্রেতাদের কৌতূহল দেখা যায়। কেউ খাসিটির গায়ে হাত বুলিয়ে দেখছিলেন, কেউবা দাম জানতে চাইছিলেন। তবে মালিক এখনো পর্যন্ত খাসিটির জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকার প্রস্তাব পেয়েছেন, তিনি ৫৫ হাজার টাকায় বিক্রির আশা করছেন।

আতাউর রহমান জানান, জামালগঞ্জ বাজার থেকে দুই বছর আগে ১২ হাজার টাকায় খাসিটি কিনে এনেছিলেন। এরপর নিয়মিত যত্নে খড়-ভুসি, ভাত খাইয়ে খাসিটিকে বড় করেছেন। কোরবানির উদ্দেশ্যেই তিনি খাসিটিকে এত দিন ধরে প্রস্তুত করেছেন।

হাটে আসা ক্রেতা এমদাদুল হক বলেন, “এত বড় খাসি এই হাটে আগে দেখিনি। দেখে ভালো লাগল। এবার অন্যান্য খাসির তুলনায় দাম তুলনামূলকভাবে কিছুটা কম বলেই মনে হচ্ছে।”

জয়পুরহাটের নতুনহাটে এখনো পর্যন্ত এটিই সবচেয়ে বড় ও আকর্ষণীয় খাসি হিসেবে আলোচনায় রয়েছে। কোরবানির দিন যত ঘনিয়ে আসছে, ততই এই ধরনের পশুর প্রতি ক্রেতাদের আগ্রহ বাড়ছে। আতাউর রহমান আশাবাদী, শেষ পর্যন্ত তিনি কাঙ্ক্ষিত দামেই খাসিটি বিক্রি করতে পারবেন।

Footer Section