চাঁদাবাজির অভিযোগে গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতার সদস্য পদ স্থগিত

News Desk

চাঁদাবাজির অভিযোগে গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতার সদস্য পদ স্থগিত. Dhakainlight.com

চাঁদা দাবির অভিযোগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়ার সদস্য পদ স্থগিত করা হয়েছে। পাশাপাশি তাকে স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না, এক কার্যদিবসের মধ্যে তা জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার রাতে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব জাহিদ আহসানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানা হয়। এতে বলা হয় সাংগঠনিক আচরণবিধি ভঙ্গ ও নৈতিক স্খলনের কারণে গোলাম কিবরিয়ার সদস্য পদ স্থগিত করা হলো।

এর আগে শুক্রবার রাতে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ফেসবুকে গোলাম কিবরিয়ার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাঁর পরিচিত একজন ব্যক্তি ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবসা করেন। তাঁর কাছে গোলাম কিবরিয়া ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছেন। বিষয়টি পরে সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ককে জানানো হয়। গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্যসচিব জাহিদ আহসান এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘ফেসবুক পোস্টের ভিত্তিতে আমরা তাঁর (গোলাম কিবরিয়ার) ব্যাপারে অভিযোগ পাই। পরবর্তী সময়ে প্রাথমিকভাবে সেটার সত্যতা পেয়ে তাঁর সদস্যপদ স্থগিত করি এবং কেন তাকে বহিষ্কার করা হবে না, এ বিষয়ে তাঁকে কারণ দর্শাতে বলি।’


Leave a Comment

Footer Section