চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদকে ঢাকায় গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে রাজধানীর শান্তিনগরে তাঁর মেয়ের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর নাছির উদ্দিনকে সরাসরি ঢাকার গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।
চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমানের ভাষ্য অনুযায়ী, গত বছর ঢাকার কদমতলী থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
চাঁদপুর পুলিশ সুপার আরও বলেন, নাছির উদ্দিন আহমেদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারের বিষয়টি স্থানীয় ও কেন্দ্রীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।