ঘর থেকে বের হতেই নিয়ে গেল শিয়াল, পাশের জঙ্গল থেকে শিশুর লাশ উদ্ধার

News Desk

ঘর থেকে বের হতেই নিয়ে গেল শিয়াল, পাশের জঙ্গল থেকে শিশুর লাশ উদ্ধার. Dhakainlight.com

ঘর থেকে বের হয়ে উঠানে এলে দেড় বছরের এক শিশুকে টেনে নিয়ে যায় শিয়াল। কিছুক্ষণ পর প্রতিবেশীরা টের পেলে পাশের জঙ্গলে ফেলে শিয়াল পালালেও শিশুকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনাটি ঘটে গতকাল বুধবার সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের তেরহাসিয়া গ্রামে।

জানা গেছে, স্থানীয় মুদি দোকানি লিংকন মিয়া গতকাল বুধবার পরিবারের সঙ্গে ইফতার করেন। পরে তিনি দোকানে যান। সন্ধ্যার পর তার দেড় বছরের ছেলে আরাফ একা ঘর থেকে বাড়ির উঠানে আসে।  এ সময় শিয়াল তাকে কামড়ে নিয়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে প্রতিবেশীরা পাশের জঙ্গলে শিশুটিকে পড়ে থাকতে দেখেন। পাশেই ছিল একটি শিয়াল। তাদের দেখে শিয়ালটি পালিয়ে গেলে শিশুটিকে উদ্ধার করা হয়। 

শিশুটির গলায় শিয়ালের কামড়ের দাগ দেখা গেছে বলে জানিয়েছেন বাবা লিংকন মিয়া।

শিশুটির দাদা লালু মিয়া বলেন, ‘আমার নাতি আরাফ ইফতার শেষে ঘর থেকে বের হয়ে বাড়ির উঠানে খেলাধুলা করছিল। হঠাৎ করে তাকে আর পাওয়া যাচ্ছে না। বাড়ির আশপাশে সকল জায়গায় খোঁজাখুঁজির পর এলাকার মসজিদে মাইকিং করা হয়। এ সময় একজন লোক খাইরুল ইসলামের জঙ্গলে বাচ্চাসহ একটি শিয়ালকে দেখতে পেয়ে সামনে যেতেই শিয়াল চলে যায়। আমরা সবাই গিয়ে দেখি আরাফের গলায় কামড়ের দাগ। বুকে নখের আঁচড়। উদ্ধার করে গ্রামের একটি ফার্মেসিতে নিয়ে গেলে আরাফকে মৃত ঘোষণা করেন।

Leave a Comment

Footer Section