ঘরের টিনের চালে শুকাতে দিয়েছিলেন গাঁজার গাছ, হাতেনাতে গ্রেপ্তার

News Desk

ঘরের টিনের চালে শুকাতে দিয়েছিলেন গাঁজার গাছ, হাতেনাতে গ্রেপ্তার. Dhakainlight.com

পটুয়াখালীর মির্জাগঞ্জে সবজিখেতে গাঁজা চাষ ও বিক্রি করার অভিযোগে আবুল হোসেন হাওলাদার (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার আন্দুয়া গ্রামের নিজ বসতঘর থেকে তাঁকে আটক করা হয়। তাঁর ঘরের টিনের চালে রোদে শুকাতে রাখা দুটি বড় গাঁজার গাছ জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পেশায় অটোরিকশাচালক আবুল হোসেন হাওলাদার বাড়ির পাশের জমিতে শাকসবজি চাষের আড়ালে গোপনে গাঁজার গাছ লাগিয়ে তা বিক্রি করতেন। সম্প্রতি এলাকাবাসীর কাছ থেকে তাঁর বিরুদ্ধে গাঁজা সেবন ও বিক্রির অভিযোগ পেয়ে নজরদারিতে রাখে পুলিশ।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, “গোপন সূত্রে জানতে পারি, আবুল হোসেন তাঁর ঘরের টিনের চালে দুটি বড় গাঁজার গাছ রোদে শুকাচ্ছেন। পরে অভিযান চালিয়ে সেগুলোসহ তাঁকে আটক করা হয়।” তিনি আরও জানান, আবুল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

4o

Leave a Comment

Footer Section