খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে যুবককে মারধর, পুলিশের ওপর অতর্কিত হামলা

News Desk

Updated on:

খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে যুবককে মারধর, পুলিশের ওপর অতর্কিত হামলা, Dhakainlight.com

রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে এক যুবককে পিটিয়েছে স্থানীয় বাসিন্দারা। একপর্যায়ে ওই ব্যক্তিকে থানায় নেওয়ার সময় পুলিশের গাড়িতে হামলা ও পুলিশ সদস্যদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। মঙ্গলবার (১৯ মার্চ) রাতে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এসব তথ্য জানান।

এ ঘটনায় খিলক্ষেত থানার ওসিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ধর্ষণের অভিযোগে গণপিটুনির শিকার যুবককে আহত অবস্থায় হাসপাতলে পাঠানো হয়েছে।

রাত সোয়া ১২টার দিকে ওসি মো. কামাল হোসেন জানান, খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে মব সৃষ্টি করে এক যুববকে মারধর করছিলেন স্থানীয়রা। খবর পেয়ে অভিযুক্ত যুবককে আটক করে খিলক্ষেত বাজারে এলে কয়েকশো স্থানীয় বাসিন্দা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।

Leave a Comment

Footer Section