খাগড়াছড়িতে ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে কাভার্ড ভ্যানে আগুন, আহত ৪

News Desk

খাগড়াছড়িতে ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে কাভার্ড ভ্যানে আগুন, আহত ৪. Dhakainlight.com

খাগড়াছড়ির আলুটিলা এলাকায় ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর আগুন ধরে গেছে একটি কাভার্ড ভ্যানে। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে ময়লার টিলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা সবাই ইটবোঝাই ট্রাক্টরের চালক ও শ্রমিক এবং খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বাসিন্দা। বর্তমানে তাঁরা খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন।

আহতরা হলেন থৈয়াপ্রু মারমা (২০), মো. রহিম (৩০), মো. শাহিন (৩০) ও রমজান আলী (২৭)। তাঁদের মধ্যে কেউ দগ্ধ না হলেও সবাই গুরুতর আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইটবোঝাই ট্রাক্টরটি একটি ঢালু রাস্তা দিয়ে নামছিল। বিপরীত দিক থেকে আসছিল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান। মুখোমুখি সংঘর্ষের পর ট্রাক্টরটি দুমড়ে-মুচড়ে যায় এবং কাভার্ড ভ্যানে আগুন ধরে যায়। আগুন লাগার পর কাভার্ড ভ্যানের চালক ও সহকারী লাফ দিয়ে বেরিয়ে আসেন এবং পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

খবর পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপপরিচালক জাকের হোসেন বলেন, দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানে লাগা আগুন নেভানো সম্ভব হয়েছে, না হলে তা আরও বড় দুর্ঘটনায় পরিণত হতে পারত।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি বলেন, চারজন আহত ব্যক্তিকে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের অবস্থা স্থিতিশীল।

পুলিশ সার্জেন্ট পুলক দে জানান, দুর্ঘটনার ফলে সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং পলাতক চালক-সহকারীর খোঁজে অভিযান চলছে।

Leave a Comment

Footer Section