ভারতীয় টেলিভিশনের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে সম্প্রচারিত জনপ্রিয় গোয়েন্দা সিরিজ ‘সিআইডি’র আইকনিক চরিত্র এসিপি প্রদ্যুমনের মৃত্যুতে দর্শকদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। গতকাল (শনিবার) সনি টিভির পক্ষ থেকে সামাজিক মাধ্যমে নিশ্চিত করা হয়, “এসিপি প্রদ্যুমন আর নেই… এই ক্ষতি কখনো ভোলা যাবে না।” এই ঘোষণার পর থেকেই ভারতসহ বাংলাদেশজুড়ে শোক জানাচ্ছেন সিরিজটির ভক্তরা।
সিআইডি সিরিজে এসিপি প্রদ্যুমনের চরিত্রে ১৯৯৮ সাল থেকে অভিনয় করে আসছিলেন জনপ্রিয় অভিনেতা শিবাজী সতম। সিরিজের সাম্প্রতিক পর্বে ভয়ংকর অপরাধী বার্বোজার সঙ্গে সংঘর্ষের সময় একটি বিস্ফোরণে নিহত হন প্রদ্যুমন। যদিও এই মৃত্যু কেবল সিরিজের ভেতরকার একটি নাটকীয় মোড়, তবু অনেক দর্শক এই চরিত্রের অন্তর্ধানে আবেগপ্রবণ হয়ে পড়েছেন।
অন্যদিকে, শিবাজী সতম নিজে জানিয়েছেন, সিরিজ নির্মাতারা তাকে চরিত্রটির পরিণতি সম্পর্কে কোনো আগাম বার্তা দেননি। তিনি বলেন, “আমি শিখেছি সবকিছু মেনে নিতে।” এতে ভক্তদের মধ্যে আরও ক্ষোভ জন্ম নিয়েছে।
তবে শোকের মধ্যেও ভক্তদের জন্য রয়েছে এক খুশির খবর। ছয় বছর পর নতুন রূপে ফিরছে ‘সিআইডি’। আগের মতোই দেখা যাবে এসিপি প্রদ্যুমন (শিবাজী সতম), সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ (আদিত্য শ্রীবাস্তব) এবং দয়া (দয়ানন্দ শেঠি)-কে। তবে, জনপ্রিয় চরিত্র ফ্রেডরিক্স আর থাকছেন না; ২০২৩ সালের ডিসেম্বরে প্রয়াত হন তার অভিনেতা দীনেশ ফাডনিশ। এবার নতুন কিছু মুখ যুক্ত হচ্ছে সিরিজের কাহিনিতে।
নতুন সিজনের শুটিং শুরু হবে নভেম্বরে মুম্বাইয়ে এবং সব কিছু ঠিক থাকলে বড়দিন থেকেই শুরু হবে সম্প্রচার। এক দীর্ঘ ইতিহাস পেরিয়ে নতুনরূপে ফিরতে চলেছে ‘সিআইডি’, আবারও দর্শকদের মন জয় করার আশায়।
📍 আরও আপডেট জানতে চোখ রাখুন ঢাকা ইন লাইট ডট কম-এ।