ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানো না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁর সমর্থক ও করপোরেশনের শ্রমিক কর্মচারীরা। আজ সোমবার দুপুরে নগর ভবনের ফটকে অবস্থান নিয়ে কর্মসূচি পালন শেষে এই হুঁশিয়ারি দেওয়া হয়।
এই অবস্থান কর্মসূচির নেতৃত্বে থাকা সাবেক সচিব মশিউর রহমান বলেন, ৪৮ ঘণ্টার আলটিমেটামের ২৪ ঘণ্টা ইতোমধ্যে পেরিয়ে গেছে। বাকি সময়ের মধ্যেও দাবি মানা না হলে আরও কঠিন আন্দোলনের দিকে যেতে হবে। তিনি বলেন, “ঢাকাবাসী নিজ হাতে ইশরাককে মেয়রের পদে বসাবে। শান্তিপূর্ণভাবে আন্দোলন চলছে, তবে জরুরি নাগরিক সেবাগুলো যেমন পরিচ্ছন্ন কার্যক্রম চালু থাকবে।”
বেলা ১১টার দিকে শুরু হওয়া কর্মসূচিতে অংশ নেন ইশরাক হোসেনের সমর্থক এবং করপোরেশনের শ্রমিক ইউনিয়নের একটি বড় অংশ। তাঁরা নগর ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে ভেতরে অবস্থান নেন। এতে জন্ম-মৃত্যুনিবন্ধন, ট্রেড লাইসেন্স নবায়ন, হোল্ডিং ট্যাক্স পরিশোধসহ সব ধরনের নাগরিক সেবা কার্যক্রম বন্ধ হয়ে যায়।
অবস্থানে অংশ নেওয়া কর্মচারীরা বারবার স্লোগান দিতে থাকেন—“দাবি মোদের একটাই, মেয়র ছাড়া অফিস নাই”, “শপথ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না”। মিছিলের পর তাঁরা নগর ভবনের সামনে বসে অবস্থান করেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন অভিযোগ করে বলেন, আদালতের রায় থাকা সত্ত্বেও ইশরাক হোসেনকে শপথ নিতে দেওয়া হচ্ছে না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার ইচ্ছাধীনভাবে বিষয়টি আটকে রাখা হয়েছে বলে তাঁর দাবি।
সেবা নিতে এসে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। একজন প্রিন্টিং ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, “এক বছর আগে কাজ করেও এখনো বিল পাইনি। দুই মাস পর আজ এসেছিলাম, এসে দেখি ফটকে তালা। কতদিন ঘুরতে হবে বুঝতে পারছি না।”
কর্মসূচির কারণে নগর ভবনের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত হননি। দাপ্তরিক কার্যক্রম অচল হয়ে পড়েছে। নগরবাসীর দুর্ভোগ বাড়লেও আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি না মানা পর্যন্ত অবস্থান কর্মসূচি এবং আন্দোলন অব্যাহত থাকবে। তাদের মূল দাবি, আদালতের রায় অনুযায়ী দ্রুত ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো।