ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট হাইকোর্ট খারিজ করে দেওয়ায় বিএনপির নেতা-কর্মীরা আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রিট খারিজ করে দেন।
এই আদেশের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচিতে থাকা বিএনপির নেতা-কর্মীরা উল্লাসে ফেটে পড়েন। তাঁরা ‘এই মুহূর্তে খবর এল, ইশরাক মেয়র হলো’, ‘এই মাত্র খবর এল, জনগণের বিজয় হলো’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
পরবর্তীতে তারা আনন্দমিছিল বের করে কাকরাইল মসজিদ মোড় থেকে মৎস্য ভবন মোড়ের দিকে যাত্রা করেন।
উল্লেখ্য, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে কাকরাইল মসজিদের সামনে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন।
মৎস্য ভবন মোড়, কাকরাইল মসজিদ ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে তাঁরা দিনভর সড়কে বিক্ষোভ চালিয়ে যান।
গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইশরাক হোসেন আন্দোলনস্থলে এসে ঘোষণা দেন, “মেয়রের দায়িত্ব বুঝে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।” এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা—আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগও দাবি করেন।
পরে রাত পৌনে ১২টা পর্যন্ত ইশরাক নেতা-কর্মীদের সঙ্গে অবস্থান করেন। তাঁদের একটি অংশ রাতভর কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যায় এবং আজও কর্মসূচি অব্যাহত রাখে।