সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে সরকার। আগামী তিন কার্যদিবসের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আজ শনিবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম পরিদর্শন শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, ‘ইতিমধ্যে কয়েকজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কেউ কেউ এখনো সংশ্লিষ্ট রয়েছেন। তদন্ত কমিটি বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখবে। যাঁরা দায়ী, শাস্তি তাঁদের পেতেই হবে।’
দেশত্যাগে কারা দায়িত্বে ছিলেন, কারা অবহেলা করেছেন—তা নির্ধারণে সরকার এখন কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটি একটি আইনগত প্রক্রিয়ার বিষয়। ইন্টারপোল সেই অনুযায়ী কাজ করছে।’
ইমিগ্রেশন কার্যক্রম সম্পর্কে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘২০১১ সালের পর আর ইমিগ্রেশন পার হওয়া হয়নি। তাই নিজে দেখে নিতে চেয়েছি এখনকার প্রক্রিয়া কেমন। এখনকার ইমিগ্রেশন আগের তুলনায় অনেক উন্নত ও সময়োপযোগী হয়েছে।’
পরিদর্শনকালে যাত্রীদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা। যাত্রীরা তাঁদের বিভিন্ন অভিযোগ তুলে ধরলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নিতে ইমিগ্রেশন কর্মকর্তাদের নির্দেশ দেন।