এর আগে ঢাকার বৈষম্য কমিটিতে কাউকে মূল্যায়ন করা হয়নি। কুমিরের একা ইউনিভার্সিটি ছেলেরা, আন্দোলনের মতো ঢাকায় ইউনিভার্সিটি ছেলেরা ছিল না। প্রাইভেট মাদ্রাসা শিক্ষার্থীরাও ছিল। আমরা এ বিষয়ে চিন্তাভাবনা করে প্রতিবাদ নিয়ে যাই তখন ঢাকা ইউনিভার্সিটি ছাত্ররা আমাদের উপর চড়াও হয়। বোনদের এবং ভাইদের আহত করে প্রায় ১৫ থেকে ২০ না হতে হয় কিছু নিয়ে শিক্ষার্থী বাজে আলতো হয়েছে আমি নিজে ও গার্ডেনে ভর্তি করিয়েছি। আমাদের পরে পরবর্তী পদক্ষেপ হলো আমাদের দাবি দাবি স্পষ্ট যে আমরা আন্দোলনের প্রধান ছিল কমিটি দেওয়ার সময় আমাদেরকে দেখা যায় না কেন?