আনুশকা কি আর অভিনয়ে ফিরবেন

News Desk

আনুশকা কি আর অভিনয়ে ফিরবেন, Dhakainlight.com

সেই কবে আনন্দ এল রাইয়ের ‘জিরো’ সিনেমায় অভিনয় করেছিলেন আনুশকা শর্মা, অনেক দর্শক হয়তো ভুলেই গেছেন। ২০১৮ সালে মুক্তি পাওয়া সিনেমাটি ছিল ডাহা ফ্লপ। ছবিতে আনুশকার জুটি ছিলেন শাহরুখ খান। এ ছবির ব্যর্থতার পর ২০২৩ সালে তিন সিনেমা দিয়ে প্রবলভাবে ফিরেছেন অভিনেতা। কিন্তু আনুশকা আর বড় পর্দায় ফেরেননি। শোনা যাচ্ছে, অভিনেত্রী আপাতত ক্যামেরার সামনে ফিরবেন না। সত্যিই কি তাই? আজ ১ মে, আনুশকার জন্মদিন উপলক্ষে জেনে নেওয়া যাক অভিনেত্রীর সাম্প্রতিক হালহকিকত।

‘জিরো’র পর শোনা গিয়েছিল ‘চাকদাহ এক্সপ্রেস’ সিনেমা করছেন আনুশকা। এ ছবিতে তাঁকে ভারতীয় নারী ক্রিকেটার ঝুলন গোস্বামীর চরিত্রে দেখা যাবে। কিন্তু নেটফ্লিক্সের সিনেমাটি এখনো মুক্তি পায়নি। মাঝে ২০২৩ সালে তথ্যচিত্র ‘দ্য রোমান্টিকস’ করেছেন বটে, কিন্তু বড় পর্দায় আর ফেরা হয়নি।

আনুশকা শর্মা। ইনস্টাগ্রাম থেকে

আনুশকা শর্মা। ইনস্টাগ্রাম থেকে

আনুশকার বড় পর্দায় গড় হাজির থাকার মূল কারণ পারিবারিক ব্যস্ততা। ২০১৭ সালের ১১ ডিসেম্বর ক্রিকেটার বিরাট কোহলিকে বিয়ে করেন আনুশকা। এরপর থেকেই কাজ কমিয়ে দিয়েছেন অভিনেত্রী। ২০২১ সালের ১১ জানুয়ারি প্রথমবার মা হন আনুশকা, জন্ম হয় তাঁর মেয়ে ভামিকার। ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয়বার মা হন অভিনেত্রী, এবার তাঁর কোল আলো করে আসে পুত্রসন্তান আকি। সিনেমার চেয়ে দুই সন্তানের দেখভালেই বেশি মন দিতে চান আনুশকা। মাঝখানে নিজের প্রযোজনা সংস্থা থেকে বেশ কিছু প্রশংসিত সিনেমা ও সিরিজ করেছেন অভিনেত্রী, কিন্তু আপাতত সেখানেই বিরতি টেনেছেন।

দুবার মা হওয়ার আগে ও পরে দীর্ঘ সময় ধরে ভারতের বাইরে ছিলেন আনুশকা। মাঝখানে কয়েকবার এমনও শোনা গেছে, লন্ডনেই থিতু হচ্ছেন তিনি। তবে অভিনেত্রী এ বিষয়ে কখনোই আনুষ্ঠানিকভাবে কথা বলেননি।

সিনেমা না করলেও বলিউডের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিতই দেখা যায় তারকাদের। ব্যতিক্রম আনুশকা। গত কয়েক বছরে তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি বললেই চলে। সিনেমার প্রিমিয়ার, পার্টির কোথাও ছিলেন না তিনি। অভিনেত্রী নিজে না বললেও তাঁর ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, অভিনয়কে বিদায় বলার কোনো ইচ্ছা তাঁর নেই।

পারিবারিক ব্যস্ততা শেষে দ্রুতই কাজে ফিরবেন। তবে অভিনয়, প্রযোজনা সবই করবেন বেছে। কাজ ও পরিবারের মধ্যে সমন্বয় করেই চলতে চান আনুশকা। তবে আবার বড় পর্দায় অভিনেত্রীকে দেখতে কত দিন অপেক্ষা করতে হবে, সেটা এখনই বলা যাচ্ছে না।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস, মিড ডে

Leave a Comment

Footer Section