কক্সবাজারের পেকুয়া উপজেলায় অস্ত্রসহ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তি শিলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির উদ্দিন (৩৮)। তাঁর বাড়ির পরিত্যক্ত গোয়ালঘর থেকে একটি দেশি বন্দুক ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে পেকুয়ার শিলখালী ইউনিয়নের আলেকদিয়া কাটা এলাকায় অভিযান চালিয়ে মনির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তিনি পেশায় একজন কৃষক হলেও স্থানীয়ভাবে রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন।
পেকুয়া থানা-পুলিশ সূত্রে জানা যায়, মনির উদ্দিনের বিরুদ্ধে অস্ত্র থাকার গোপন তথ্য পাওয়া গেলে পুলিশের একটি দল নজরদারি শুরু করে। পরে নিশ্চিত সূত্রে তথ্য পেয়ে রাতের বেলায় অভিযান চালানো হয়। পুলিশ দাবি করেছে, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে মনির উদ্দিন নিজেই অস্ত্রের অবস্থান জানিয়ে দেন। এরপর তাঁর বাড়ির পুরোনো ও পরিত্যক্ত গোয়ালঘর থেকে উদ্ধার করা হয় একটি দেশি বন্দুক ও দুটি গুলি।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, “মনির উদ্দিনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে।”
এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য ছড়িয়েছে। আওয়ামী লীগের একজন ইউনিয়ন পর্যায়ের সভাপতির বাড়ি থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় প্রশ্ন উঠেছে স্থানীয় নেতৃত্ব ও দলীয় নিয়ন্ত্রণ নিয়ে। তবে এ বিষয়ে এখনো দলীয় কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ বলছে, তদন্তের পর আরো তথ্য প্রকাশ করা হবে।
স্থানীয়রা জানান, মনির উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত। তবে তাঁর বিরুদ্ধে এর আগে কোনো অস্ত্র সংক্রান্ত অভিযোগ ওঠেনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন সাধারণ মানুষ ও সুশীল সমাজ।