আইইউটির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, সেরা হলেন যে ১০ জন

News Desk

আইইউটির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, সেরা হলেন যে ১০ জন, Dhakainlight.com

আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল গতকাল শুক্রবার (২ মে) রাতে প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।

সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুই ইউনিটের মেধাতালিকায় মোট ৩ হাজার ৯৯৩ জন শিক্ষার্থী জায়গা করে নিয়েছেন। মেধাতালিকা অনুযায়ী সবার সেরা হয়েছেন তাকিয়া তাসনিম। দ্বিতীয় হয়েছেন মো. সাদমান সামি। তৃতীয় স্থান অধিকারী আহসান মোহাম্মদ মাহিন। এরপরে, অর্থাৎ চতুর্থ থেকে দশম পর্যন্ত আছেন মো. ফাহিম আল শাহরিয়ার, আতিয়া জান্নাত, খন্দকার আহনাফ আবিদ, সাফিন রহমান খান, সুপ্রশু সমর্পিতা চৌধুরী, ফয়সাল আবিদ ও ইলহাম হাসিনুর।

ফলাফল দেখতে এখানে ক্লিক করুন

আসন কত-

বিশ্ববিদ্যালয়টির বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই), আসন ১২০; বিএসসি ইন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই), আসন ৬০; বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), আসন ১৮০; বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), আসন ১২০; বিএসসি ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং (এসডব্লিউ), আসন ৬০; বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই), আসন ১২০; বিবিএ ইন টেকনোলজি ম্যানেজম্যান্ট (বিবিএ-টিএম), আসন ৬০ ও ব্যাচেলর অব সায়েন্স ইন টেকনিক্যাল এডুকেশন (বিএসসিটিই), ৩০টি আসন রয়েছে।

Leave a Comment

Footer Section