০৯ মে ২০২৫, ১৮:০০
চলমান তীব্র গরমে স্বস্তির জন্য অনেকেই খুঁজছেন হালকা ও সহজে বহনযোগ্য সমাধান। এই পরিস্থিতিতে বিদ্যুৎচালিত হাতপাখা বা হ্যান্ডফ্যান হয়ে উঠেছে একটি জনপ্রিয় গ্যাজেট। শুধু গরম থেকে মুক্তির জন্যই নয়, স্টাইলিশ ফ্যাশন অ্যাকসেসরিজ হিসেবেও ব্যবহার বাড়ছে এই হ্যান্ডফ্যানের।
ইলেকট্রিক হ্যান্ডফ্যান নতুন কোনো প্রযুক্তি নয়। তবে পোর্টেবিলিটি, চার্জ সুবিধা এবং আকর্ষণীয় ডিজাইনের কারণে দিন দিন এর চাহিদা বাড়ছে। আধুনিক হ্যান্ডফ্যানগুলো রিচার্জেবল এবং USB সাপোর্টেড। ফলে ল্যাপটপ, পাওয়ার ব্যাংক কিংবা মোবাইল চার্জারের মাধ্যমেই সহজে চার্জ দেওয়া যায়। একবার চার্জ দিলে গড়ে ২ থেকে ৩ ঘণ্টা চালানো সম্ভব।
বাজারে হ্যান্ডফ্যানের রয়েছে বিভিন্ন ডিজাইন ও সাইজ। ১০ সেন্টিমিটার থেকে শুরু করে ১০ ইঞ্চি পর্যন্ত ফ্যান পাওয়া যায়। যারা প্রতিদিন বাইরে যান বা গণপরিবহন ব্যবহার করেন, তাঁদের জন্য ছোট সাইজের ফ্যানই উপযোগী। কিছু হ্যান্ডফ্যান ডিজিটাল ডিসপ্লেসহ আসে, যাতে চার্জ লেভেল এবং স্পিড পর্যবেক্ষণ করা যায়।
মূল্য নির্ভর করে ব্র্যান্ড ও ডিজাইনের ওপর। সাধারণ ফ্যানের দাম ৯৯৯ টাকা থেকে শুরু হয়ে ১,৯৯৯ টাকা পর্যন্ত যেতে পারে। বিশেষ কার্টুন থিমযুক্ত বা ডিজিটাল ডিসপ্লে ফ্যানের দাম তুলনামূলক বেশি। যারা কম দামে কিনতে চান, তাঁরা ঢাকার রাজলক্ষ্মী সুপার কমপ্লেক্স, নিউমার্কেট বা আলাউদ্দিন টাওয়ারে গেলে কম দামেও ভালো মানের হ্যান্ডফ্যান পেতে পারেন। এসব বাজারে ২০০ টাকায়ও কিছু নন-ব্র্যান্ডেড চাইনিজ হ্যান্ডফ্যান পাওয়া যায়।
রাজধানীতে বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কের গ্যাজেট শপ, লাইফস্টাইল স্টোর, মিনিসো, ইয়ো ইয়ো সো-তে ব্র্যান্ডেড হ্যান্ডফ্যান পাওয়া যায়। এছাড়া দারাজসহ বিভিন্ন অনলাইন স্টোর ও ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যায়।
সুতরাং, গরমে আরাম, স্টাইল এবং বহনযোগ্যতার কথা মাথায় রেখে হ্যান্ডফ্যান হতে পারে আপনার নিত্যসঙ্গী। তবে কেনার আগে চার্জিং সুবিধা, ব্যাটারি ব্যাকআপ ও বহনের সুবিধার দিকগুলো বিবেচনায় নেওয়াই বুদ্ধিমানের কাজ।