সুন্দরবন থেকে অবৈধভাবে গরান কাঠ পাচারের সময় তিন জনকে গ্রেপ্তার

News Desk

সুন্দরবন থেকে অবৈধভাবে গরান কাঠ পাচারের সময় তিন জনকে গ্রেপ্তার. Dhakainlight.com

করেছে বন বিভাগ।

ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ এলাকায়। গতকাল শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে ৬৫০ টুকরা গরান কাঠসহ দুইটি পিকআপ ভ্যান আটক করা হয়।

বন বিভাগের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন সূত্র জানায়, পাচারকারীরা চতুরতার সঙ্গে কাঠগুলো মধু পরিবহনের বাক্সে ভরে পাচারের চেষ্টা করছিল। এসব বাক্স সাধারণত মধু খামারিরা ব্যবহার করেন।

গ্রেপ্তার তিন ব্যক্তি হলেন—সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার পানিয়া গ্রামের আল আমিন (৩৫), মনিরুল ইসলাম (২৬) ও মীর আলী (৭৫)। এ ছাড়া দুজন কিশোরকে আটক করা হলেও পরে তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, রাত ৯টার দিকে পাচারের খবর পেয়ে বন বিভাগের টহলদল এবং কমিউনিটি পেট্রলিং গ্রুপ যৌথভাবে অভিযান চালায়। রাত ১১টার দিকে মুন্সিগঞ্জ এলাকায় পিকআপ দুটি আটক করে তারা।

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আজ শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ রক্ষায় বন বিভাগ এবং স্থানীয় জনগোষ্ঠীকে আরও সতর্ক ও একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Comment

Footer Section