সুনামগঞ্জ সীমান্তে ১৬ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

News Desk

সুনামগঞ্জ সীমান্তে ১৬ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ. Dhakainlight.com

সুনামগঞ্জের ছাতক সীমান্ত দিয়ে ভারত থেকে ঠেলে দেওয়া ১৬ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার গভীর রাতে সীমান্তবর্তী ছনবাড়ি এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ছয়জন শিশু, পাঁচজন নারী ও পাঁচজন পুরুষ রয়েছেন।

বিজিবির সিলেট অঞ্চলের ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এদেরকে একত্র করে বাংলাদেশে ঠেলে দেয়। পরে ছাতক উপজেলার নোয়াকোট বিওপির ছনবাড়ি এলাকা থেকে টহলরত বিজিবি সদস্যরা রাত ৩টা ৫০ মিনিটে তাঁদের আটক করে।

আটককৃতরা জানিয়েছেন, তাঁরা কুড়িগ্রামের বাসিন্দা এবং পাঁচটি পরিবারের সদস্য। কাজের সন্ধানে তাঁরা দীর্ঘদিন ভারতে অবস্থান করছিলেন। এখন বিজিবির হেফাজতে থাকা এই ব্যক্তিদের আইনি প্রক্রিয়া শেষে ছাতক থানায় হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।

নোয়াকোট বিওপির হাবিলদার আবদুল আজিজ জানান, আটককৃতদের বিজিবি ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাঁদের কাছ থেকে প্রাথমিক তথ্য নেওয়া হয়েছে। ছাতক থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন, বিষয়টি জানার পর তিনি বিজিবির সঙ্গে যোগাযোগ করেছেন এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাঁদের থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

সীমান্তে এভাবে সাধারণ জনগণকে ঠেলে পাঠানো নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয় পর্যায়ে। নিরাপত্তা বিশ্লেষকেরা মনে করছেন, বিষয়টি আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনায় স্থান পাওয়া উচিত।

Footer Section