ছোট পর্দার প্রতিভাবান তরুণ অভিনেতা শাহবাজ সানী আর নেই। ১৭ ফেব্রুয়ারি, সোমবার ভোরে তার মৃত্যু সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন আরেক অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। অপূর্ব ফেসবুকে পোস্ট করে লিখেন, “অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই সানীর জন্য দোয়া করবেন।”
শাহবাজ সানী তার শোবিজ ক্যারিয়ার শুরু করেন নির্মাতা ইমরাউল রাফাতের নাটক ‘কাছে আসার পর’-এ। অভিনয় গুণে তিনি দ্রুত দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন এবং নির্মাতাদের আস্থাও লাভ করেন।
তিনি চরিত্রাভিনেতা হিসেবে পরিচিত হলেও, ২০১৮ সালে গোলাম কিবরিয়া ফারকীর পরিচালনায় ‘আব্দুল্লাহ’ নাটকে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন।
শাহবাজ সানীর মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে এবং তার প্রিয়জনদের প্রতি সহানুভূতি জানানো হচ্ছে।