শেরপুরে বন বিভাগের কার্যালয়ে বন্য হাতির হানা, আসবাবপত্র তছনছ

News Desk

শেরপুরে বন বিভাগের কার্যালয়ে বন্য হাতির হানা, আসবাবপত্র তছনছ. Dhakainlight.com

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বনের বাতকুচি বিট কার্যালয়ে সোমবার রাতে বন্য হাতির একটি বড় দল হানা দিয়েছে। টিলার ওপর অবস্থিত এই কার্যালয়টিতে রাত সাড়ে ৯টার দিকে প্রায় ২০ থেকে ২৫টি হাতির একটি দল আক্রমণ চালায়, ভেঙে ফেলে দরজা-জানালা এবং ঘরের আসবাবপত্র তছনছ করে।

বন বিভাগের মধুটিলা রেঞ্জ সূত্রে জানা যায়, ঘটনার কয়েক ঘণ্টা আগে বিকেলে একটি হাতি বিট কার্যালয়ের আশপাশে ঘোরাঘুরি করতে দেখা যায়। তখন বন বিভাগের কর্মী, গ্রামবাসী এবং এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা হাতিটিকে বনাঞ্চলের দিকে তাড়িয়ে দেয়। কিন্তু রাতের বেলা একটি পুরো দল এসে হঠাৎ করে কার্যালয়ে আক্রমণ চালায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, চার থেকে পাঁচটি বড় হাতি কার্যালয়ের কাঠামো ভাঙচুর করে এবং হাতির শাবকেরা ঘরের ভেতরে ঢুকে রাখা চাল খেয়ে ফেলে। অফিসের তিনটি কক্ষেই আসবাবপত্র সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়। পরে দলটি চলে যায় দাওধারা কাটাবাড়ি জঙ্গলের দিকে।

রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলীসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা। সমশ্চুড়া বিট কর্মকর্তা কাওসার হোসেন জানান, বর্তমানে কাটাবাড়ি ও সমশ্চুড়া এলাকার জঙ্গলে দুটি হাতির দল অবস্থান করছে, প্রতিটিতে ৩০ থেকে ৩৫টি হাতি রয়েছে। কার্যালয় তছনছ করার পাশাপাশি রাতে তারা আশপাশের কয়েকটি বসতঘরেও আক্রমণ চালিয়েছে বলে জানান তিনি।

রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বলেন, টিলার ওপরে অবস্থিত বাতকুচি বিট অফিসে শুরুতে একটি হাতি এলেও পরে একটি বড় দল এসে ব্যাপক ভাঙচুর চালায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং পর্যবেক্ষণ চালানো হচ্ছে।

উল্লেখযোগ্য যে, এর আগে ২৮ মে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গজনী বিট কার্যালয়েও একটি হাতির দল হানা দিয়েছিল। সেদিনও একটি ঘরের দরজা-জানালা ও আসবাবপত্র ভেঙে ফেলেছিল তারা। বন্য হাতির এমন ক্রমাগত হামলায় এলাকার বাসিন্দারা চরম আতঙ্কে রয়েছেন। নিরাপত্তা ও প্রতিরোধ ব্যবস্থার উন্নতির দাবি জানিয়েছেন তারা।

Footer Section