ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ মার্চ থেকে বাজারে ৫, ২০ এবং ৫০ টাকার নতুন নোট ছাড়া হবে কেন্দ্রীয় ব্যাংক। তবে, এই নতুন নোটগুলোতে পদত্যাগী গভর্নর আব্দুর রউফ তালুকদারের সই ও শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে, যেটি বর্তমানে প্রচলিত নোটের মতোই। অন্যদিকে, নতুন ডিজাইনের নোট—যাতে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না—সে নোটগুলো ঈদুল আজহার সময়ে ছাড়া হবে।