চিত্রনায়িকা তানিন সুবহা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন। অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তাঁর শারীরিক অবস্থা গুরুতর ও সংকটাপন্ন। বর্তমানে তিনি রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল সোমবার দুপুরে তানিন সুবহা হঠাৎ অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিকভাবে আফতাবনগরে তাঁর বাসার কাছের একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর বাসায় ফিরলেও সন্ধ্যায় আবারও শারীরিক অবস্থার অবনতি ঘটে। তখন তাঁকে বনশ্রীর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কিছু সময় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। চিকিৎসকেরা অবস্থা সঙ্কটাপন্ন মনে করে উন্নত চিকিৎসার পরামর্শ দেন এবং মধ্যরাতে তাঁকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
চিকিৎসাসূত্রে জানা গেছে, তানিনের হঠাৎ বুকে ব্যথা শুরু হয়, তিনি প্রচণ্ড ঘামছিলেন এবং অসুস্থতা বাড়তে থাকে। প্রাথমিকভাবে এটিকে গ্যাস্ট্রিক সমস্যা মনে করে ওষুধ গ্রহণ করেন। কিন্তু পরে একাধিকবার বমি করার পর পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে, যা তাঁকে লাইফ সাপোর্টে নেওয়ার প্রয়োজনীয়তা তৈরি করে। এখনো তাঁর রোগ নির্ণয়ের বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
তানিন সুবহার শোবিজ যাত্রা শুরু হয়েছিল বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে। এরপর নাটক ও সিনেমায় অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তাঁর প্রথম সিনেমা ছিল ‘মাটির পরী’। এরপর ‘মায়ের চোখ’, ‘রাত্রির যাত্রী’, ‘গার্মেন্টস কন্যা’সহ আরও কিছু চলচ্চিত্রে অভিনয় করেন। বর্তমানে তাঁর অভিনীত বেশ কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে।
তাঁর হঠাৎ অসুস্থতার খবরে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সহশিল্পী ও ভক্তরা তাঁর সুস্থতা কামনায় প্রার্থনা জানাচ্ছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, পরবর্তী ২৪ ঘণ্টা তানিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ সময়ের মধ্যে তাঁর শারীরিক অবস্থার উন্নতি না হলে আরও জটিলতা দেখা দিতে পারে।
তানিন সুবহার পরিবার ও ঘনিষ্ঠজনেরা তাঁর জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন। অভিনেত্রী বর্তমানে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তাঁর জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল কাজ করে যাচ্ছেন।