চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত মডার্ন সিনটেক্স নামের একটি কারখানায় ১৪ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন শ্রমিকেরা। আজ শনিবার সকাল ১০টা থেকে তাঁরা কাজ বন্ধ রেখে কারখানার মূল ফটকে অবস্থান নিয়েছেন।
শ্রমিকদের অভিযোগ, যোগদানের সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার বেশির ভাগই বাস্তবায়ন হয়নি। তাঁরা জানান, পলিয়েস্টার সুতা ও কাঁচামাল উৎপাদনকারী এই কারখানার দৈনিক উৎপাদন ক্ষমতা প্রায় ৪৫০ টন। দিনে তিন ধাপে প্রায় ১ হাজার ৬০০ শ্রমিক এখানে কাজ করেন।
আন্দোলনকারী শ্রমিকদের পক্ষে মোহাম্মদ আরাফাত বলেন, ‘‘আমাদের ১২ ঘণ্টা কাজ করিয়ে ৮ ঘণ্টার বেতন দেওয়া হয়। নির্ধারিত সময় পর চাকরি স্থায়ী করার প্রতিশ্রুতিও রক্ষা করা হয়নি।’’ তিনি আরও বলেন, সর্বনিম্ন বেতন ১৮ হাজার টাকা নির্ধারণ, বন্ধের দিন ওভারটাইম, দুপুরে খাবারের ব্যবস্থা, সরাসরি কর্তৃপক্ষের সঙ্গে অভিযোগ জানানোর সুযোগ, ঈদের সময় কারখানা বন্ধ রাখাসহ ১৪ দফা দাবিতে তাঁরা কর্মবিরতি পালন করছেন। দাবি মানা না হলে আন্দোলন চলবে বলেও জানান তিনি।
এ বিষয়ে মডার্ন সিনটেক্সের মানবসম্পদ ব্যবস্থাপক ইয়াসির আরাফাত বলেন, ‘‘সকালে হঠাৎ কিছু শ্রমিক কাজ বন্ধ রেখে অবস্থান নেন। আমরা তাঁদের আলোচনার আহ্বান জানিয়েছি। দুপুর ১২টা পর্যন্ত কোনো সাড়া মেলেনি। শ্রমিকেরা আলোচনায় এলে যৌক্তিক দাবিগুলো বিবেচনায় নেওয়া হবে।’’
শিল্প পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন সাহা জানান, ‘‘শ্রমিকদের আন্দোলন শান্তিপূর্ণভাবে চলছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।’’