নতুন জীবনের এক সুন্দর অধ্যায়ে পা রাখলেন বলিউড অভিনেত্রী শারমিন সেগাল। গত ২৮ মে তিনি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। স্বামী আমান মেহতার সঙ্গে তাঁদের প্রথম সন্তানের আগমনে পরিবারে আনন্দের জোয়ার বইছে। ভারতের জনপ্রিয় বিনোদন মাধ্যম ফিল্মফেয়ার গতকাল রোববার রাতে এ সুখবর প্রকাশ করে।
২০২৩ সালে ইতালিতে ঘরোয়াভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন শারমিন ও আমান। শারমিন বলিউডের নামকরা নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ভাতিজি। অন্যদিকে আমান মেহতা হলেন ভারতীয় শিল্পপতি সামির মেহতার পুত্র।
‘হীরামান্ডি’ সিরিজে অভিনয়ের মাধ্যমে শারমিন মূলধারার আলোচনায় আসেন। যদিও তাঁর অভিনয় নিয়ে নানা সমালোচনাও হয়েছিল। অনেকেই বলেছিলেন, পরিচালক বানসালির আত্মীয় হওয়ার কারণেই তিনি এমন বড় প্রজেক্টে সুযোগ পেয়েছেন। তবে এসব সমালোচনার বাইরে গিয়েও শারমিন নিজেকে প্রমাণ করার চেষ্টা করে গেছেন।
২০১৯ সালে ‘মালাল’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় শারমিনের। সে ছবির জন্য তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা নবাগত অভিনেত্রীর মনোনয়ন পান। কেবল অভিনয় নয়, ক্যামেরার পেছনেও তাঁর অবদান রয়েছে। সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন ‘মেরি কম’ ও ‘বাজিরাও মাস্তানি’র মতো সফল সিনেমায়।
মা হওয়ার মাধ্যমে শারমিনের জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো। অভিনয়ের পাশাপাশি এখন মাতৃত্বের দায়িত্বও সামলাবেন তিনি। ভক্তরা ইতিমধ্যেই তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং নবজাতকের সুস্থতা কামনা করছেন।