খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, আগামী ১০ মার্চের মধ্যে ভূমি ব্যবস্থাপনায় ৮০ শতাংশ ই-নামজারির কাজ সম্পন্ন হবে। তিনি জানান, জমির নামজারি (মিউটিশন) প্রক্রিয়াটি ডিজিটাল পদ্ধতিতে চলমান রয়েছে এবং এটি দ্রুত কার্যকর করা হচ্ছে। ভূমি উপদেষ্টা আরও বলেন, ভূমি সংক্রান্ত কাগজপত্রের সমস্যা ও হয়রানি বন্ধ করতে অন্তর্বর্তী সরকার সব ধরনের ব্যবস্থা নিচ্ছে এবং জেলা প্রশাসকদের সহায়তা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, আগামী ১০ মার্চের মধ্যে ভূমি ব্যবস্থাপনায় ৮০ শতাংশ ডিজিটাল নামজারি কাজ শেষ হবে।
এছাড়া, আসন্ন রমজান মাস উপলক্ষে মার্চ ও এপ্রিল মাসে মোট তিন লাখ টন চাল খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বিতরণ করা হবে। প্রতি মাসে দেড় লাখ টন করে চাল দেওয়া হবে এবং এই কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবার প্রতি ১৫ কেজি করে চাল পাবেন। ঈদ উপলক্ষে এক কোটি পরিবার বিনামূল্যে চাল পাবেন।
জাতীয় নির্বাচন নিয়ে আলী ইমাম মজুমদার বলেন, দেশে যত ভালো নির্বাচন হয়েছে, তা প্রশাসনের মাধ্যমে হয়েছে, আর খারাপ নির্বাচনও প্রশাসনের নিয়ন্ত্রণে হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করে ভালো নির্বাচন পরিচালনা করবে।